কবিতা: মৃত্যুর সাথে পথে পথে
কাব্য গ্রন্থ: ঝলমলে প্রভাত


মৃত্যু মহান মৃত্যু মহৎ
মৃত্যু জীবনের শুরু
মৃত্যুতে অনন্ত মানুষ
মৃত্যুতে সাথে থাকে প্রভু।


সেখানে আমি কালো নয়
সেখানে আমি নিচু নয়
সেখানে আমি ঘরজামাই নয়
সেখানে আমি প্রবঞ্চিত স্ত্রী ও নয়
সেখানে আমি রাজা কিংবা প্রজা নয়
সেখানে আমি নই নিচু লোকের আত্মীয়
সেখানে আমি অনন্ত, শুধুই অনন্ত।


মৃত্যু এসেছে! মৃত্যু এসেছে!
দেখে যাও তোমরা..।
কোথায় তোমাদের প্রাসাদ প্রাচীর?
কোথায় তোমাদের কাঁটার বেড়া?
কোথায় তোমাদের সূক্ষ্ম আইন?
কোথায় তোমাদের রীতিনীতি, সংস্কৃতি?
কোথায় তোমাদের দলবল রাজনীতি?
এসব তো তোমাদের তৈরি করা
তার কাছে মানুষ কেন ঘাটের মরা!
তোমাদের সব ছিন্ন করে মৃত্যু নিয়ে যাবে
ঐ তো উড়ছে জীবনের বিজয় পতাকা!


যার নেই আদর-যত্ন, শক্ত বাঁধন
মৃত্যুতে তাঁর যেতে না বাঁধে
বসন্ত তাঁর জন্য স্বর্গ থেকে কি করে আসে?
আদিম সংসারে মন্দ স্বামীর দৃষ্টান্ত ইতিহাস নয়
আজকের সতী স্ত্রীর সংসারে মেয়েরা ও আকাশের চাঁদ হয়।
হোক সে স্ত্রী অথবা স্বামী
সময় যাঁদের তাঁরাই শাসক সেরা
আমি পুরুষ হয়েও চিনেছি তাঁরা কারা!


সামনে আমার মহাসাগর অবারিত
উপরে সীমাহীন আকাশ রচিত!
মৃত্যুর সাথে লেগে থেকে বেঁচে যাব আমি
আমি চললাম মৃত্যুর সাথে
হাঁটি হাঁটি পায়ে পায়ে পথে পথে।


৩১/০৭/২০২০ খ্রি.