কবিতাঃ নারী তুমি কার
কাব্য গ্রন্থঃ মেরী


মেয়ে তুমি কার?
শিশুতে মায়ের ছিলাম
অথবা দায়ের কোলের।


মেয়ে তুমি কার?
কৈশোরে বাবার হলাম
অথবা সহপাঠী বন্ধুর সাথী।


মেয়ে তুমি কার?
যৌবনে প্রেমিকের হলাম
অথবা পতিতা পল্লীর, মাতাল খদ্দেরের।


নারী তুমি কার?
বৃদ্ধাতে সন্তানের হলাম
অথবা পালকি নাতি-নাতনীর।


নারী তুমি কার?
আমি অচল হলে কেউ নেবে না
তাদের পাশে আমাকে মানায় না।
আসলে আমি কারোর না।


ছিলে মেয়ে!
হয়ে গেলে নারী!
রূপবতী পরি, তুমি কার?
আমি প্রয়োজনে সবার!
অচল হলে একান্ত আমার
শুধু আমার একান্ত আমার।