আমার জীবন রোলার কোস্টারের মতো
এই উঁচু তো এই ধপাস! হঠাৎ পরে যাওয়া আমার নিয়তি
আমি বুঝে বুঝে ভুল করি ভুলে করে উঠে দাঁড়াই।


হিসাববিজ্ঞানের অধ্যাপনায় বছর পনেরো হলো বটে
কিন্তু, বেশি আপন সাহিত্য হোক সে বাংলা কিংবা ইংরেজি
সাহিত্যের স্বপ্ন ও সৌন্দর্য আমার চেতনায় হীরের দীপ্তি ছড়িয়েছে
দীপ্তিতে আমি পাগল হতে পারি
আমি হীরের উজ্জ্বলতায় যাপন করি, বিলিয়ে যাই
দুর্লভ মানবজন্মে আমি সময় অপচয় করিনি
মহান পেশার চেয়ে উত্তম পৃথিবীতে কিছু নেই, কিছু নেই।


ডায়াসের জীবন দীপান্বিত-জ্যোতির্ময় অবিচলভাবে জানি
জীবনের মহিমান্বিত রূপটি চিনি, বেশ পরিচিত
কান্তিমান পৃথিবীতে আমি হেরে যাই, হেরে গিয়ে এই ডায়াসেই অনুপ্রাণিত হই
একেকটি হেরে যাওয়া আমার উত্তরাধিকার।


সংকীর্ণ কঠুরি ক্লিষ্ট জ্ঞান বিরোধী ভৃত্য আমার ধাঁচে নেই
আমি আঘাতে আঘাতে দক্ষ ও অর্থকরী মানুষ হতে চেয়েছি
কতটুকু পেরেছি কে জানে! চেষ্টা ছিল সারাজীবন।


চারপাশে পেশার বিবরে ভৃত্য দেখি ভিখিরি দেখি
দেবার লোক দেখি না, দিতে চাইলেও নিচ্ছে না!
শিক্ষকতার কী এমন প্রয়োজন বুঝতেও পারছি না!
অথচ রক্তপ্রকৃতির নেশা-পেশায় অব্যাহতিহীনভাবে হেঁটে যাওয়ার পথ
অধ্যাপনা,
বিধিলিপির রাস্তা সশ্রদ্ধ বেঁচে থাকার প্রত্যাশা ডায়াসের পেছনে
কিন্তু এখানে আজ- উচ্চায়ত মানুষ নেই; লোক ভরপুর বাজারে।


আমিও ঘরের কোনে পরে থাকা নিঃসঙ্গ, অবাঞ্ছিত, বিরক্তিকর, কেউ
জোড়া হাত উপুড় করার নেই! অনুভূতিময় সূচনা লগ্নে
সব মহো ছেড়ে যেভাবে এসেছিলাম, সেভাবে চলে যাব সিদ্ধান্ত পাকা
কিন্তু পেশার বিবরে হারাবো না, ভৃত্যও হবো না
হোক সে শিক্ষকতা-অধ্যাপনা।


০৭/০৩/২০২৪ খ্রি. রামগড়, খাগড়াছড়ি