গদ্য পড়িনি পদ্য পড়িনি
পড়িনি কোন উপন্যাস!
যেমন পারি লিখে যাই
হয়ে ওঠে জীবনের পরিহাস।


গদ্য পদ্য কী মনোরম ছিল?
হিসাববিজ্ঞান তেমনটি ছিল না!
শিফন শাড়িতে উড়লো পাখি
ব্যলেন্সসীট তাই মিললো না!


ব্যলেন্সসীট অনেক লম্বা ছিল
শাড়ির সমান দীর্ঘ পাড়,
সময় গেলো, প্রেমও গেলো
জীবন দিলো না একটু ছাড়!

অডিট ছিল গুমড়ো মুখো
প্রেমিকার মতো মুখ!
সেও দিয়ে গেলো মনের অসুখ
কপালে জুটলো না এতটুকু সুখ!


ফিন্যান্স দিলো অনাহার মোরে
ঘুরি তাই আজো দ্বারে দ্বারে!
ভবঘুরে করে গেলো ব্যবস্থাপনা
খুঁজে ফিরি স্বপ্নের সেই আলপনা।