অনেক সাধনায় তোমার কৃপায় পেলাম তোমার দরশন
মনে মনে যা যা করেছি লালন তা হয়েছে আজি পূরণ।


তুমি মোরে প্রথম চমকে দিলে! বলিবার কি কিছু আছে?
অতটা চাইনি আমি! বলিবে তুমি অভিলাষে, বলো মোর কাছে।


কি বলিব? কতোটুকু কবো? জানিনে প্রিয় আসিছে না মুখে।
সব মোর হারিছে ভাষা, কে যেন ঠেলিছে মোরে পিছে পিছে!


আমি ফিরিতে কি পারি! পরে রুধিবে কে হায় এই আমায়?
ক্ষয়ে ক্ষয়ে আমাতে হৃদয়, প্রাণ প্রেম চিরদিন তোমাতে হায়!


নিজেতে নিজেতে প্রাণপণে কতো দিন-রাত-বিকেল করেছি লড়াই
এসো প্রিয় কফি ঘরে চেয়ে চেয়ে থেকে, দেখে মুখ পরাণ জুড়াই।


মোরে ফিরিয়ে করো না মলিন! বহুদিন বহু চাওয়ায় এসেছো সঞ্চারিণী
যদি ফিরে যাও নির্জন করে মোরে, ভাববো খালি প্রেম তুমি রাগিণী।