দাবা খেলা দেখেছো নিশ্চয়ই
দাবার কোর্টে উজির-মন্ত্রী থাকে
রাজা থাকে
থাকে ঘোড়া-সৈন্য বাহিনী
কোর্টে মন্ত্রীর ক্ষমতাই বেশি!
চারিদিকে খায়! সৈন্য খায়, ঘোরা খায়
মন্ত্রী মন্ত্রীতে টক্কর দেয়, দাবার কোর্টে
মন্ত্রীর ক্ষমতাই বেশি থাকে
সৈন্য সে তো সামনের সারির কুলুর বলদ
কিন্তু; খেলা শেষে উজির-মন্ত্রী
ঘোরা আর সৈন্য এক বক্সে বন্দী করে ফেলে রাখে!
জানো তো!
টেবিলের ওপাশে থাকলে এক রকম
আর এপাশে আসলে ভিন্নরকম আরকি!
ঠিক চেয়ারে থাকা আর বাতিল হয়ে যাওয়ার পরের সময়ের মতো
বুঝলেন না! এর নাম রিটায়ার্ড ও বাস্তবতা।