যিনি সাদা পাথর ছুঁতে চাইলেন
তিনি খাঁচায় গেলেন!
যাকে ছুঁতে চাইলেন
তিনিও খাঁচায় গেলেন!
যিনি ছুঁতে পারলেন না
তিনি আপসোস করলেন, ইশারা দিলেন!
যিনি খুব আশা করেন
তিনি ইশারার হাত ভেঙে দিলেন!
যিনি ইশারা দিলেছিলেন
তিনি করজোড়ে দু'পা মুরে সরি বললেন।


যারা দেখলেন তারা
একদল হাততালি দিলেন
যারা দেখলেন, অন্যদল মনে মনে খুশি হলেন।


যারা হাততালি দিলেন, বোঝা গেলো তারা ছুঁতে চান
যারা মনে মনে খুশি হলেন তারাও ছুঁতে চান!
যারা নিরব ছিলেন তারাও ছুঁতে চান!


আসলে অবলা তো ছোঁয়ারই জিনিস, ছুঁবেনই।
আসলে এই যিনারা-তিনারা অন্ধকারে মা'কেও ছুঁতে চান
হয়তো ছুঁয়েও দেন!


আমরা দর্শক
ছুঁয়ে দেওয়া, না দেওয়া দেখি।
আমরা ইশারা দেওয়া দেখি, ইশারার শিকার হই।
আমরা রোহিঙ্গা দর্শক
আমরা শুধু দেখি
দেখি সরি বলে পার পাওয়া।


আমরা অবলা জাতি, আমাদের ছুঁয়ে দেওয়া যায়
যায় সাজানো, যায় মোড়ক খোলা
ইচ্ছে মত করা যায় লেমিনেটিং!


আমাদের ছুড়ে ফেলা যায়, যায় শুয়োরের বুকে জরানো
আমরা তো পণ্য, আমাদের ছুড়ে ফেলো
রাস্তাঘাট, ডাস্টবিন অথবা  যত্রতত্র।
আর ; রাজি হলে!
রাজি হলে শুয়োয়ের বাচ্চারা আনন্দে মেতে ওঠে
আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে
আমি রাজি হলে
অন্ধকারে সফেদ বিছানায় অন্যত্র নেবে বলে
তারা আনন্দে মেতে মঠে, মুখোশের আড়ালে মেতে ওঠে
আমার নেই স্বাধীনতা, নেই নিজস্বতা
আমি পরাধীনতার শৃঙ্খলে আজো  বাঁধা
আমার পায়ে শিকলের বেড়ি বাঁধা!