আমি তোমাকে চাই
আমার জীবনের সবটুকু দিয়ে
আমি তোমাকে চাই
আমার সফলতায়
আমার আনন্দে
আমার ভেসে যাওয়ায়
আমার সব কিছুতে তোমাকে চাই।


আমি তোমাকে চাই
আমার স্নিগ্ধ প্রভাতে
শুভ্র সকালে
নরম রোদে
দগ্ধ-দুপুরে
পড়ন্ত বিকেলে
গোধূলির সন্ধ্যায়
গভীর রাতের অন্ধকারের নিস্তব্ধতায়
একাকী নির্জনতায়
আমি তোমাকে চাই।


আমি তোমাকে চাই
বৃষ্টির ছমছম ফোটায়
শরতের কাশফুলের ছোঁয়ায়
আর মায়ায়।


আমি তোমাকে চাই
সফলতা-ব্যর্থতায় পাশে
বুক পাঁজর ভেঙে ভালোবেসে
তোমাকে চাই নিজেকে দিয়ে যেতে
প্রিয়তম বেশি কিছু নেই, পারবে কি নিতে?
আমাকে নিয়ে কি তোমার চলবে?
আমি তোমাকে চাই
আমাকে দিতে।