প্রেমের অগ্নি শিখা


আমার কবিতার লেখার প্রসর বারে
গভীর রাতে নির্জনে চুপে চুপে।
ঘুম আসে না রাতে
বিছানায় শুয়ে এ পাশ ওপাশ
ঘুরে ঘুরে দেখি।
হৃদয় বলে কবিতাকে দেখি
চোখের জলে হৃদয় ভাসে
উপহার আদর দিয়ে
শীতের ভাজে ভাজ।
সোনালী স্বপ্ন সকালে শীতল হাওয়া
ভাদর মাসে তাল পিঠা,
খাইতে বড় স্বাদ
সকালে ঠান্ডা হাওয়া
তুমি এলে চলে।
দু:খ টা শুধু
দিলে না ভুলিয়ে
ঢাকা শহর এসে
হৃদয় দিয়ে।
আনব আবার শাওন মাসে
তাল পিঠা খেয়ে
পাথরে প্রেমের শিখা
অগ্নি জলে।
বেদনা শুধু
নীল আসমান।