আঁখি জল, হ্রদয় ভাসি
আঁখি ভাসি, আঁখি জল।
সমুদ্রের ঐ মাঝ!
সমুদ্রের ঐ ঢেউ বহে
তরুণীর ঐ জল!
তরী খুঁজে বারে বারে
বিহঙেঁর ঐ কালো মেঘ
ভাসি মেঘের আড়াল
আঁখি জল,আঁখি ভাসি-
সমুদ্রের ঐ জল।
সমুদ্রের ঐ তরুণ ভাসি
সমুদ্রের ঢেউ ও তরী
আখি ভাসি,আঁখি জল
তরী ঐ নৌকা।
আঁখি জল, হ্রদয় ভাসি
সমুদ্রের ঐ মাঝ!