মানবতা বিপন্ন আজ সর্বত্র...
সর্বক্ষণ মনে হিংসার মন্ত্র,
স্বার্থর কাছে হেরেছে মানুষ
সকল বেইমান এক মিত্র।


মানুষ আছে মানবতার অভাবে,
মন আছে মস্তিষ্কের বাহিরে
স্বপ্ন দেখে শক্তির মিথ্যা বলে
চাহিদার স্বাদ মিটাবে কারে।


উঁকি মারে দেখ ছায়ায় মারে
নিজের বলতে কি তোর আছে
বিবেক আজ গেছে মরে
শিক্ষিত সমাজ আজ কেনও ক্ষয়ে।


জ্ঞান আছে সততা নেই
মানুষ আছে নামের সেই
লুটতে চায় সবার আগে
ক্ষমতা চায় চিরস্থায়ী বটে।


হায়রে মানুষ বিচিত্র সমাজ
উতপাত করে নাহি ভাবে লাজ
বিশ্বাসে আঘাত সকল ধান্দাবাজ
ভয় কি নাই কিয়ামতের আওয়াজ।