যে পদ দিয়াছ মোরে...
দায়িত্বের ভয়ে শিউরে  উঠি
ও গো সম্মানি পদের ভয়ে
আমি কি যোগ্য সেই পদে
তুমি ভাবলে কেমন করে
অশ্রু ঝড়ি যদি দায়িত্ব যাই ভুলে।


অন্যের হক যদি মোর পদে মরে
ক্ষমা চাইবো কারে কত মুখে বলে
আমি নিত্য ডরে সত্যকে ভয় করে
চাই না চেয়ার গরিবের হক সে মরে
পদ দাও বিলিয়ে জ্ঞানীদের মাঝে
যার নাই লোভ সৎ সাহসে হাসে।


পদবীরা থাকে নিজ স্বার্থের খোঁজে
স্বার্থ ছাড়া কেউ চাইবে না তা নিতে
শপথ করিয়া পদে বসিয়া লুটে
ভুলিয়া বিবেক ব্যয়  বাড়িয়ে চলে
সম্মানি পদ তুলে টাকায় বিক্রির হাটে
যোগ্যরা নিরব অযোগ্যরা ঘাঁড়ে বসে।


কত সৎ স্বপ্ন ভেংগে মিথ্যা উটে জেগে
শক্তি দেয় বাড়িয়ে পদ পদাবীর গুনে
কত পদে গুনি নাই অহংকার শুনি
ভুলের মাঝে আরামের সংসার করো জানি
দায় যখন পড়বে ঘাঁড়ে বুঝবে তখন ধনি
বাহাদুরি পদ পদাবীর হিসাব দিবে বুঝি।