পথিকের সাথে দোস্তি কিশের,
না জানি তার চিরকুট,
অচিনাকে রাখও দূরে,
সব দিয়ে তার মন পাবে না পর।


সকল সবায় সকল কথা,
মঞ্চে নাহি বলো চুপ রাখবানি,
কারও দয়ার কথা যা ভুলে ভাই,
কেউ দিবে না কিছু জানি।


রক্তে যখন ফাটল ধরে,
হিংসায় সকল ধ্বংস করে,
মনের কথা লোকিয়ে রাখিস,
দেখবে শান্তির নিশান উড়ে।


ভুল কর সঠিক হবে,
অন্যায়কে নত নাহি করিস,
সত্যকে মনের গভিরে ধরিস,
লোক বুঝে বিশ্বাস জানিস।