দেশ প্রেমে মরি, দেশ ভালবাসি,
সবুজ শ্যামল সোনার বাংলার আশাবাদী,
দেশ প্রেম বলে ওরা লুটে মন ভরী,
হায়রে দেশ,চেটে পুটে ধ্বংস করি।
যে যা বলে, তারা সকল স্থানে,
নেতা পূতা আমলা কর্মী গনে,
যে যার ইচ্ছা পূরনে ব্যাস্ত লাগে,
হায়রে দেশ সৎ লোক চাকরী খোঁজে।
দেশে প্রেমে কোটি লোক থাকে প্রবাসে,
মাথার ঘাম পায়ে ফেলে, দেশের প্রেমে,
মাস শেষে টাকা পাটায়, দেশের আয় বাড়ে,
খোঁজ নাই খবর নাই,কে কোথায় আছে।
আইন আছে বিচার নাই, কে কারে মানে,
আইনজীবী, বিচারাক,পুলিশ এই তিন খানে,
কেউ খায় হাতে,কেউ খায় পিছে সর্বে জানে,
সৎ যারা কাজ নাই,দেখে নিরব অশ্রু ফেলে।
বডার বন্দর ইয়ারপোটে হয় চোরাচালান কত,
কেউ ধরে কেউ না, হয় তারা জামিনে মুক্ত,
দুনীতি ছোট বড় আছে সকল পেশায় নিত্য,
ঘোষ হয় বখশিশ, সৎ লোক সাদায় নিযাতিত।
খাদ্যে ভেজাল ঔষধ ভেজাল ফলে মিশায় বিষ,
কিছু ডাক্তার খশাই, লুটে নেয় টাকা গরিব শেষ,
হোটেলের খাবার মরা মোরুগ, গরু হয় মহিষ,
মভিলে জিলাপি, দুধে পানি, জীবনটা অমূল্য বেশ।
সকাল থেকে বিকাল খাওয়া হয় শত ভেজাল,
ইলিশ সোনা, মাছে ভাতে বাঙালী নামেই কেবল,
ঘোষ দুনীতি জীবনের কুনায় কুনায় হবো বড় লোক,
টাকায় নাগরিকত্ব মিলে এই দেশ প্রেম বিশাল।
আমি দেশ প্রেমিক, যা সমনে পাবো সব নিবো লূটে,
হোক না ধ্বংস দেশ,আমার কি যায় আসে,
কোটিপতি গাড়ি বাড়ি সম্মান লইবো কিনে,
যে যার মরবে,টাকা চাই ভাই আমি সকল আগে।