আমি তোমাকে খোঁজছি...
যে আমায় বলে এসোহ নামাজ পড়ি
পথে ঘাটে মাঠে চলতে পথে সাথে
আমায় যে ডাকে এসোহ সৎ পথে চলি।


আমি তোমাকে খোঁজছি...
যে আঁধারের সাথী আলোর পথি,
সকাল সন্ধ্যায় জ্বালায় ইমানের বাতি,
কথায় কাজে যার থাকে সর্বদা হাসি।


আমি তোমাকে খোঁজছি...
যে কঠিন সংকটে হয় না মিথ্যার সাথী
আল্লাহর ভয়ে সর্বদায় কাদে...
নবীজীর প্রেমে গড়ে তার জীবনী।


আমি তোমাকে খোঁজছি...
যে আমায় দেয় সৎ সঠিক পথের যুক্তি
আমি তাকে খোঁজি যার আছে ইমানি শক্তি
কথায় কাজে আছে সকল সন্ধ্যায় ধর্মের উক্তি
যে ভাবে এক আল্লাহর বিশ্বাস  সব সময় ভক্তি।


আমি তোমাকে খোঁজছি...
যে হিংসাকে ভুলে হয় ভাইয়ের মত সাথী
মানব কল্ল্যানে সমাজে যার আবদার বেশি
যে না করে ধর্ম নিয়ে সমাজে কোনো বাড়াবাড়ি
শুকরিয়া আল্লাহর তার সৃষ্টিকে ভালোবাসি।


আমি তোমাকে খোঁজছি...
যার আছে সৎ সাহস  ন্যায় প্রতিভা
সৎ বিদ্রোহী মন হ্নদয়ে কল্ল্যানে ভরা
মিথ্যার প্রতিবাদে যার মন সত্যের উল্লাসে তারা
হেদায়েত যার কল্ল্যান তার সর্ব স্থানে পাওয়া।