হিংসা বড় শাস্তিররে ভাই,
মিথ্যা মাহা পাপ,
সত্যের মাঝে, মধুর কড়াই,
কে না বুঝে, তার বাপ।
হিংসা করে হয় না বড়,
লোটে এতিমের মাল,
সুধ ঘুষ খেয়ে রাজা হলে,
কার কি যাবে বাল।
শরীল ভালো,শক্তি বেশি,
বাঘের গুঞ্জন, ধ্বংস বাঁশি,
সময় গেলে, লইবে তার লাথি,
রহিবে তার সকল যন্ত্রণা বাকি।
লোট পাট করে, বলে সম্মানি,
হাজার লোকে দেয় শত গালি,
নেই তার কাছে কোনো ন্যায় নিতি,
ব্যর্থ জীবন, যত সব তার ক্ষতি।