কেমনে কথা কহিবো তারে,
তার সকল সৃষ্টি মোর জ্ঞানের বাহিরে।
লজ্জা লাগে কত ভুল করিয়াছি,
তার ক্ষমার বাহিরে।
তবু্ও চাই ক্ষমা নত হইয়া
আমিতো তার সৃষ্টির সেরা।
আমারই মনে আঘাতের চিত্রে
ওদিক ঐদিক যায় মন ভুল পার্থে।
কখনো মন ইচ্ছার বিরুদ্ধে
লড়াই করে সৎ থাকতে।
বার বার ত্রুটি করিয়া,
ডর লাগে মোর যদি না নেয় তুলিয়া।
সকলই তার সে নিরাকার
জানা অজানা পূর্ণ জ্ঞান তার।
আমি কে কি মোর আছে
বেলা শেষে যাবো তার কাছে ফিরে।
কর্মে ধর্মে হিসাব নিবে ধরে
সেই ঘাটে তার দয়া চাই পেতে।