আজ দিশাহারা জনগণ..
খোঁজছে কে আস্থাভাজন,
সকল পাটি খোঁজছে কে
আমাদের মিত্র প্রিয়জন।
জনগনের পেটে লাথি মারে
ক্ষমতা কে চেপটে ধরে...
ওরা গিয়াছে ভুলে
আজ তারা জনগণের বাহিরে।
কে কি বলে সত্য মিথ্যা বিচার নাহি করে
ভিন্ন মত দমনের সকল ক্ষমতা ধরে
ন্যায় বললে মারে ধরে জেলে ভরে
কত হইলো নিখোঁজ আইনের বাহিরে।
গুটি কয়েক খোশি তারা...
অন্যকে কাদ্দিয়ে ওরা
অশান্তিতে আজ সমাজ ভরা
দেশের জন্য নাই তাদের কোনো ভালো চিন্তা।
প্রতিদিন নিউজ আসে...
কত অন্যায় অত্যাচারে দেশ ভরে গেছে
বিচারের নামে কত লোক রেখেছে ভরে জেলে
হায়রে ন্যায় বিশ কোটি মানুষ আজ কাদ্দে।
কত সংসার কত স্বপ্ন ভেংগে হয়েছে চুরমার
কাদছে জনগণ কাদছে দেশ...
নিত্য প্রয়োজনে মানুষের আহাজারি
নাইরে বিচার দেশ চলছে বেশ।