দেখেছি ঐ শালা বড় লোক,
বড় মনের টোকাই...
ভাগ্যে ফুটেছে পদ্ম ফুল,
তাই তার বড়ই বড়াই।
ভাবে নিজে কত সম্মানি,
নাই তার টোকাইর মন...
হিংসিত বড় মনের কালো,
নাই কৃতজ্ঞ নিত্য প্রমান।
বিবেক শূন্য শিক্ষিত বটে,
ভদ্রলোক লেবাছে সাঁজে,
নিজের স্বার্থে মাথা নত করে
অকৃতজ্ঞ অহংকারী নিশ্য মনে।
মূর্খ অমানুষ বংশে ছোট...
তাই তার পরিচয় নিত্য মিলে,
মূল্যহীন বেবিচারী অর্থের পিসাষ,
শক্তি সম্মান চিরকাল নাহি থাকে।