হে ভাই চলো যাই ভুলে
মিথ্যা থেকে দূরে
মিথ্যার স্বাদ অল্প সুখের
নিরাময় নাই কোনো তাতে।


হে ভাই চলো যাই ভুলে
সকল হিংসা থেকে দূরে
হিংসার কঠিন বিচারে
যদি যাই মোরা হেরে।


হে ভাই চলো যাই ভুলে
সকল অন্যায় থেকে দূরে
অন্যায়ের পাল্লা যাচ্ছে ভরে
যে ও না  দোজখের পথে।


হে ভাই চলো যাই ভুলে
সকল অহংকার থেকে বাহিরে
অহংকার নয়ত ভাল কাজ
আসামি হব বিচারের দিনে।


হে ভাই চলো যাই ভুলে
পরের ক্ষতির কাছ থেকে
যদি পারি করি সহযোগিতা ভরে
না পারিলে চুপ হাসি মুখে।