আব্দুস সালাম মিয়াজী ।
..............................
কত যে কবিতা লেখেছি...
...... হাজার ও গান হাতে এঁকেছি...
মনের ভাসনা খোলে......
সবাই কে জানাতে চেয়েছি ।
সুখে পড়ে দুঃখো কে খোঁজে...
মনের অজান্তে এসে দুঃখে পড়ে...
...... বলিবো কাহারে নাহিরে বুঝে...
শান্তি হয় তাথে আগুনে পরে ।
......কাপালের সুখ কর্মের ফলে
ভাগিল হায় বলিব কাহারে.........
...... পাহিবো মোর যা আছে কপালে
সুখ টুকু যায় তার কর্মে বিলিয়ে ।
কবিরা কত প্রেমিক হয়...
......সুখ টুকু তারা গোপনে শয়
লেখিলে কবিতা আনন্দোময়
... সুখে দুঃখে জীবন নাই কোন ভয় ।
.........
কবি আব্দুস সালাম মিয়াজী
২৪/০৭/২০১৩
মদিনা ।