কবি আব্দুস সালাম মিয়াজী ।
....................................
... আমি ভালোবাসি রাশি রাশি,
............ প্রেম করি বুঝি
প্রেমের জ্বালায় জ্বলে পুড়ি,
...... চাই না হতে দেশান্তরি ।
ভালোবাসি দেখেছি আমি...
...... নাই লাবের ঝুড়ি,
খোঁজেছি কষ্ট মনে............
পাই নাই প্রেমের তরি ।
.........ভালোবাসি বলে
মোর সব চোরি করে
...... নিয়েছে তার হাতে...
আজ ও দেনি আমায় ফিরে ।
ভালোবাসা যদি হয়............
......... দুজনের নভো ফুল ফুটা
কষ্টের পাহাড়ে তুলে............
কেন যায় বলও একা ।
সবাই কে ভালোবাসি আমি ...
প্রেম কে জানাই দিক্কার লাথি
......... প্রেম নয় ছলনা
কারও মন হাতে নিয়া খেলি ।
দিক্কার জানাই তাশফিয়া......
......কৃতজ্ঞ নাই তোর পাওয়া
মরুর পাথর পুড়া হাওয়া......
সত্যিই তোর প্রেম ছিল ভুয়া ।
....................................
আব্দুস সালাম মিয়াজী
৩০/০৭/২০১৩
মদিনা শরিফ ।