শত যন্ত্রনা বুকে চেপে ধরে......
                 এসেছি প্রবাস নামের  কারাগারে...
                          নেই তাথে সুখ হায় বিরহে......
                 চেয়ে থাকি শুধু কবে দেশে যাই ফিরে ।
                নেই কনু অধীকার থাকি চাপের মুখে...
                      কাজ আর ঘুমে যায় চলে বেলা......
                সুখ মিলে তাথে স্বজনদের মুখে হাশি দেখে,
              অবিশাপ তুমায় হে প্রবাস কেউ না যেনও আশে ।
              ঘর থেকে বের হলে লুক থাকে পুলিশের ভয়ে,
                   কবে ধরে পাটায় শুধু খালি হাতে............
               মাস পরে কারও টাকা কারও নাই কিছু.........
            এইত জীবন প্রবাসে কেউ সুখে কেউ দুখে ।
           .........................................................
               কবি আব্দুস সালাম মিয়াজী
                           ২৩/০৫/২০১৪
                                    মদিনা