মার লাথি চাই গনতন্ত্রের ফাঁশি
আব্দুস সালাম মিয়াজী
আমি চাই না এ গনতন্ত্র যে কেড়ে নেয়,
আমার বলার অধিকার পাই না বিচার,
তার মাঝে আছে শুধু খুন হত্যা গুম,
নির্যাতন দুর্নীতি আছে ঘোষের পাহাড় ।
গনতন্ত্র তুই যা মরে চাই মোরা তরে,
তর মাঝে লোকিয়ে আছে ঘৃণার বিশ,
নেই তর দরধি তুই মোদের অবিশাপ,
তুই মোসলিমের রক্ত জমিনে মিসাশ ।
গনতন্ত্র তুই মসজিদে মন্দিরে গির্জায়,
মাতাল হয়ে নিশায় গোলী চালাশ,
চাই মোরা সব গনহত্যার বিচার,
নাই আর তোর অধিকার এই বাংলায় ।
গনতন্ত্র তরে ছি ছি ছি তুই পাগল,
তুই জর্মদেস শাহভাগ নিষেধ ও পল্লি,
নিয়াছত কেড়ে নিষ্পাপ বিশ্বজিৎ,
দিয়াছত উপহার শহীদ চত্বর তুই মর ।
গনতন্ত্র আমাদের কে দিয়াছে বিশ্ব খেতাব,
ব্যাংক চুরি পুল চুরি হলমার্ক জয়ের পাহাড়,
গনতন্ত্র তুই পাগলা ঘোড়া হত্যার রাজা,
ধুর ধুর ৪২০ চাই না আর কালো বিড়াল ।
গনতন্ত্র তুই দুই পরিবারের কেন রাজতন্ত্র,
তুই বিপদের মাঝে আপদ বহু যন্ত্রণা,
তোর নামে লেগেছে কালি চাই তোর ফাঁশি,
তুই শিক্ষিত চোর নাই তর ভিবেক ভার ।
গনতন্ত্র তোর ক্ষামতায় নির্মিত সাভার রানা ভবন,
তুই সংন্ত্রাসী কেড়ে নেছ হাজার শ্রমিকের প্রান,
গোবরে ফুটাস ফুল চোর কে দেছ সম্মান,
কত কম দামাকে করেছেত কোটিপতি আছে প্রামান ।
গনতন্ত্র তুই করিস স্বজন পিতি গরিবের পেতে মারিস লাথি,
গনতন্ত্র তোকে করি ঘৃণা তুই চাঁদাবাজ গোনঢা
তর নাই লজ্জা শিক্ষা উন্নতি এবার নাই তর রক্ষা,
তর চোখ অন্ধ চি চি চি তুই নেছ গরিবের আহাড় কাড়ি ।
গনতন্ত্র তুই নয় শেখ মুজিব জিয়া এরশাদ,
তুই বাংলার মানুষের রক্ত ছুঁচা বিশ দাঁত,
তোর মাঝে পাই না সংবাদ পত্রের অধিকার,
তুই পালা চাই মোরা অধিকার তন্ত্র ।
গনতন্ত্র যা যা যা তুই সাগরে মর,
তুই বেহাল মাতাল দিবো এবার গালি,
বাংলার মানুষ মোরা তোর গোসটি কিলাই,
গনতন্ত্র তোর ইতিহাশ বাংলায় বড়ই কটিন ।
গনতন্ত্র স্বাধীনতা এনে কি করেছি মোরা ভুল,
মা বোনের ইজ্জত লক্ষ শহীদের রক্তের মুল্য,
পাইনি আজও অধিকার এ দাবি ছিলো মুল,
শত্রুরা হাঁসে উল্লাসে বাংলার বেথ্র দেখে ।
গনতন্ত্র তোকে সত্যি এবার তালাক দিবো,
চাই মোরা সুখ শান্তি সুবিচার ভালোবাসা,
তরে ১ তালাক ২ তালাক ৩ তালাক ঘৃণা করি মনে,
...... আমাদের দাবি অধিকার তন্ত্র......?
আর নয় ফাঁকি বুজেছি সব মোরা গনতন্ত্রের বুলি ।
..................কবি আব্দুস সালাম মিয়াজী
13/01/2014 সৌদি আরাবিয়া ।