কবি আব্দুস সালাম মিয়াজী ।
....................................
......আমি কি আমার আমি......
জানতে বুঝতে আজ ও পারিনি...
মন যায় বদলে প্রতি দিনের শুরুতে...
......কি তার চাওয়া আজ ও বলেনি ।
সত্যি আপনাকে আমি চিনব কি......
আমি আমাকে চিনতে এখন ও পথে চলছি...
......আমার চাওয়া পাওয়ার বুঝার গতি...
......প্রতি দিন বেঘাট মূর্খও আমি ।
...... আমি আমাকে চিনতে ............
আমাকে বুঝতে লড়ছি............
......... আমি অনেক নির্মম দুখের গভিরে
পাইনি তার শেষ ভয়ে কেঁদ্দেছি ।
কোথায় ছিলাম কেমন ছিলাম...
কোথায় আমার শুরু কোথায় ইতি...
কোথায় থেকে এসেছি কোথায় যাবো
... হয়ছি আজ সত্যি বিচারের মুখি ।
ভাবি আমি যত কাঁদ্দি তার চেয়ে ও শত...
......কিশের বড়াই মিশবো কাদায়
কি আছে আমার পূজি হাতে...
.........ডাকবে সে যখন আমায় ।