বাংলার এক ইঞ্চি মাটি,
কবি আব্দুস সালাম মিয়জী ।
বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি...
আমি ভালোবাসি...
টেকনাপ থাকে থেতুলিয়া...
এই আমার আত্তার রেখা...
আমি বাংলার বির সেনা,
এই বাংলায় হাসি খেলি ।
এই বাংলার ইতিহাস...
রক্তে ভেজা মায়ের আচর...
এই বাংলার ইতিহাস......
কেড়ে নেওয়া মায়ের ভাযার...
আমি এই বাংলার বির সের,
ভয় করি না কোন শত্রুদের ।
আমি বাংলার ছেলে......
বাংলার গান গাই......
মোরা সব বাঙ্গালি......
সুখে দুখে সব মোরা ভাই ভাই...
নাই বাংলায় কোন বেইমানের টাই ।
মোদের রক্তের ভেজা.........
লাল সবুজ পতাকা......
একটি মোদের ভাসা......
নাই ভয় করি শত্রুর মোকাবেলা...
লক্ষ শহিদ আছে পির ফকিরের মেলা,
আমার এই প্রিয় সোনার বাংলা ।
০৪/০৬/২০১৪
মদিনা