ইচ্ছা
কবি আব্দুস সালাম মিয়জী ।
আমি মখ্র জানতে চেয়েছি...
ওরা বলে না......
আমি পড়তে চেয়েছি...
ওরা করে মানা ।
আমি অধিকার চেয়েছি...
ওরা বলে যেতে হবে জেলে...
আমি আমার পাওনা চেয়েছি...
ওরা দিছে খালি হাতে ফিরে ।
আমি লেখতে চেয়েছি...
ওরা দিয়েছে হাত ক্ড়া ফরে...
আমি বলতে চেয়েছি...
ওরা মুখ বন্দ করে দিছে ।
আমি দারিদ্র থেকে বের হতে চেয়েছি...
ওরা দেনি আমায় তার থেকে মুক্তি...
আমি সততায় তাকতে চেয়েছি...
ওরা দে আমায় মিছা কত যক্তি ।
আমি আমার বিচার চেয়েছি...
তাথে ওরা ঘোশ চায় খেতে...
আমি চেয়েছি আমার দেশ প্রেম দিতে ফিরে...
ওরা বলে নাই কিছু ই তোমার তাথে ।
আমি চাই সুখ আসুক এই দেশে...
ওরা চায় আগুন জ্বালিয়ে দিতে...
তারা আছে দুশমনদের দলে...
চায় না ওরা সুখ আসুক এই দেশে ।
আমি চাই বাংলার টাকা বাংলায় তাকবে...
ওরা চায় সব কিছু বিদেশ নিয়ে যেতে লোটে...
আমার দেশে ওরা আজ বনেছে ঠাকুর...
নাই ভয় কিছুর আছে ক্ষামতার জোর ।
আমি চাই ফরমালিগ মুক্ত শিশুর খাবার...
ওরা চায় জাতির মেধা হক সব ভেঝাল...
তাই যদি হয় হে তোমার ক্ষামতার বড়াই...
বিচার হবে ই তোমার মোরা লড়বো সবাই ।
০৮/০৬/২০১৪
মদিনা