ভুলতে চাই
কবি আব্দুস সালাম মিয়জী ।
ভুলে যেতে চেয়েছি তোমায়...
তবু বার বার মনে পরে যায়...
সে কথা বলার সময়......
আমার দুখ চরম পায় ।
ভুলে গেছি তোমায়......
বলবো যে কথায়......
তার রজনি ফুটার...
আছি সেই অপেক্ষায় ।
যেতে যেতে পথে...
এক দিন শেযে...
হয়ত যাবো ভুলে...
সময় চলার নিয়মে ।
যেতে হবে ভুলে সবাই...
এক দিন সবাই সবাই কে...
ইহা ই সত্যি মানে...
তা মিচা মানে সবে ।
ভাব্তে ভাব্তে মনে...
ভুলে যেতে রসি ছিড়ে...
বেদনার যন্ত্রনায় পরে...
তবু ও চাই যেতে ভুলে ।
ভুলে যাওয়ার কস্ট যে বুঝে...
এই ভুল কবে নাহি করে...
অপেক্ষার ভুল এই দুই মিলে...
দিয়েছে দুখ যোগ যোগ ধরে ।
১৩/০৬/২০১৪
মদিনা