চলতে এসে
আব্দুস সালাম মিয়াজী ।
জীবন কে শিখতে এসে...
যাচ্ছি করে ভুল...
কেউ ভাবে না মরতে হবে...
তার যে কেমন সুখ ।
প্রেমের জালে অন্ধ ঘরে...
জীবন সবাই বাজি রাখে
কঠিন সত্য যায় যে ভুলে...
বলো তার কি বিচার হবে ।
কাজের ধারে শত ফাকে...
হালাল টাকে হারাম করে...
নিত্য ঝুকির জীবন গড়ে...
সুখ ভুলে চায় অশ্রু নিতে ।
মুখে মিস্টি চরম হাসি...
বুকে থাকে সদায় কালি...
আড়াল চোখে বাজায় তালি...
চোপ করে তাই থাকে লোভি ।
১৪/০৬/২০১৪
মদিনা