তুমি এসো না আধার ফুড়ীয়ে গেলে...
তুমি এসো না কাল বৈশাখের ঝড়ে...
তুমি এসো না নিয়তির সময় ফুড়ীয়ে গেলে...
তুমি এসো ঐ আনন্দের মুকুট ফরে ।
বিরের মত চাহি বারে এসো...
বিরের সম্মান নিয়ে তুমি এসো...
আঘাতের  চিন্য ফেলে তুমি এসো...
মনের আবেগ খোলে বলতে তুমি এসো ।
বিদায়ের সময় তুমি এসে দিয় বুলি...
যাবার পরে বুঝে নিয় তোমার প্রেমের ঝুড়ি...
সময় হহিলে আসিও তুমি আমার কাছা কাছি...
দিয় বলে মোরে যেন ও তোমায় পাই খোজি ।
তোমার আধা চলা পথে সাথি করে নিলে...
টাইম পাস হবে বটে যাবো জন হিন নিড়ে...
যত বার ভাবি ভেসে এসে তোমার আওয়াজ কানে...
কছ্ম তোমার লাগে যেও না একা ফেলে দুরে ।
আসবে বলে তুমি আজ ও পথে চেয়ে থাকি...
রোজ বিকালে ঝড়ে যায় মালা তোমায় না দেখি...
ভোর বেলা খোড়ি ফুল তুলতে বাড়ি বাড়ি ফিরি...
আয়োজন শুধু তুমি আসবে আমার হয়ে বাড়ি ।
১৫/০৬/২০১৪
মদিনা