তোমার প্রানে তোমার মনে,
আমায় বুঝলো না,
তোমার সময় তোমার গানে,
আমায় ভাবলো না ।
যেতায় তোমার ছায়া পড়ে,
সেতায় আমার আকি চলে,
তোমায় ভাবতে লাগে ভালো বলে,
আজ ও ভাব্ছি ধারে ঘোরে ।
মন কি তোমার আজ  ও উদাশ,
ভাব্ছি দিবো ফুলের পলাশ,
পাই যেন ও তাই একটু আবাশ,
খোশি নহিলে দুঃখের সুবাশ ।
দুঃখের সময় কেউ নেই পাশে,
সুখের সময় আসে,
টাকার পিছে প্রেম ও ঘোরে,
মধুর মুখে হাসে ।
থাকলে টাকা মন যাই হোক দেহ কালা,
প্রেম চায় দিতে তারে মালা,
সকল সবায় সকল ক্ষ্নে
রাখে প্রেম বাজার তার খোলা ।
প্রেম শিকারি শিকার ধরে,
চায় নিতে তার মজা লোটে,
চাই না যেথে ঐ তার ধারে,
আমি আছি শুধু এক জনের ই মাঝে ।
২১/০৬/২০১৪
মদিনা