রুখবো মোরা
আব্দু সালাম মিয়াজী ।


কন্টে আমার আছে সুর,
মুখে আছে ভাষা,
হাতে আছে কাগজ কলম,
ভয় করি না লেখতে কবিতা ।


ওরা আজ গিলছে মোদের,
গনন্ত্রের "গ" নাই তাদের,
রক্তে লাল করেছে বাংলার মাটি,
ওরা ঐ সব হুকুম দার ।


দেশ প্রেমিক নয় যে ওরা,
ঐ দুই মিলিয়ে ধ্ব্ংশ মোরা,
দেশের কাজে নাই পাহাড়া,
তাদের ইচ্ছা শুধু করছে পুরা ।


খুন খারাবি লুট পাট,
সব খানে আছে তাদের হাত,
ঘোশের বাজার তাদের ডাট,
মারছে শুধু দেশ কে লাত ।


বন্দুক দিয়ে শক্তি দেখায়,
তা না চির দিন থাকবে বজায়,
তার পর কি হইবে তাদের উপায়,
আসলে টেলা দেশ ছাড়িবার রাস্তা খোজায় ।


কত মায়ের বুক খালির ঐ অশ্রু ঝড়া,
বিচার কেন ও রুখছে তারা,
কছম মায়ের রুখবো মোরা করবো বিছার,
আসবে সময় কাদবে শুধু ওরা ?
২৪/০৬/২০১৪
মদিনা