জীবন কেমন যাচ্ছে
আব্দুস সালাম মিয়াজী ।
জীবন এক টা সত্যি ,
মরতে হবে সত্যি,
মানুষ এক বার আসে,
আবার চলে যেতে হয় ।
আমরা সবাই অতিথি ,
তার মাঝে আছে কত,
সুখ দুঃখ বেদনা যন্ত্রণা,
না পাওয়ার ব্যাথা ।
আমাদের এই একটু খানি,
জীবিনে কত কি চাই ,
আমরা নিজে ও জানি না,
ভালোবাসার যন্ত্রনা,
টাকা পয়সার বেদনা,
বড় লোক না হয়ার কষ্ট ,
প্রতি দিন ই তার মাঝে,
লড়তে আমাদের কে হয় ।
আমরা মানুষ কিন্তু কি......
আমাদের কি করা উচিত,
তার নাই আমাদের খবর,
আমরা সবাই হারিয়া যাই,
নিজ নিজ চাওতে পাওতে,
আবার আমাদের চাহিদার ও শেষ নাই ।
মানুষের জীবনে সব কিছু আসে না,
এক জন মানুষের জীবনে,
সব কিছু লিমে না সত্যি,
তা আমাদের কে বুঝতে হবে,
কিছু না কিছু বাকি থাকে,
সবার জীবনে,
সবার সকল আশা পর্ণ হয় না,
তা ও আমাদের কে মানতে হবে ।
আমরা চাই দুনিয়া খাইতে,
কিন্তু দুনিয়া আমাদের খায়,
তা আমারা জানি না,
টাকা পয়সা দিয়ে..................
সব কিছু পাওয়া যায় না,
যেমন মান সম্মান এক দিনে হয় না,
তার পিছে অনেক খাঁটতে হয়,
টাকা পয়সা সম্মান আবার ধরে,
রাখা যাই না অনেক সময়,
চলে যাই একা পেলে,
নেই তার কোন ভালবাসা ।
আমি আজ ও মানুষ কে .....................
জানতে পারলাম না,
বাজারে মানুষের অভাব নাই,
কিন্তু আসল মানুষ আজ ও খোঁজি,
তারে পাই না ।
মানুষ কেনও এমন........................
নিতে জানে দিতে জানে না......
সত্যি কথা কি...............
আমাদের সমাজে আজ কাল,
ভালো মানুষের কোন দাম নাই ।
আমরা হয়েছি পাশান কাশট্টার পাত্তুর,
মানুষকে মানুষ মনে করি না,
এটাই আমাদের অপরাদ ।
আমরা পাড়া পড়শি গরিব কে.................
একটু দেখি না,
নিজে কে নিয়ে সব সময় ......
ভাবি এবং রংগিন সপ্ন দেখি,
হয়রে মানুশ.....................
মানুষ কি মানুষের জন্য নয়,
আমরা আজ মায়া মমতা...............
ভালবাসা কে হারিয়া ফেলছি...
আমাদের সমাজ থেকে,
...... ভাবরে মন যাবে কোথায়...............
মাটির নিছে থাকবে কাদ্দায়,
যাবে যে দিন একা হয়ে.........
নাইবা হবে সাথি কেউয়ে,
মানুষ রে ভাই আমি...............
চাই অধীকার জানি,
হিসাব যে দিন করবে মহা.........
বলবে সৎ জানি আমি......
মরিয়া কাঁদার চেয়ে............
এখন কাঁদ ও ............
সুফল পাবে তুমি ।
ভালোবাসা আমার আজ............
সবার আগে ।
আমি মানুষরে ভাই,
চাই অধিকার ।
২৬/০৬/২০১৪
মদিনা