রূপবতী তুমি করনা বড়াই,
নিত্য রুপের ব্যাবসা ।
ধংস হবে মিশবে কাঁদায়,
নেই তার কোন ভরসা ।
রুপের রানি সাঁজিয়ে পরি,
দিয়েছ রুপ বাজারে ছাড়ি ।
গোঁহাতে গেলে বুঝিবে তার,
ছিলো মুল্য কত খানি ।
অবাধে কত হয়েছ বিক্রয়,
করেছ কত আমানত ক্ষয় ।
চোখের খোঁদ্দায় রেখেছ কত জন ময়,
নেই কেনও তোমার মরণের ভয় ।
০১/০৭/২০১৪
মদিনা