রামজান এলো নামাজ পড়ো,
রোজা রাখো ভাই...
ইফতার ও শেহরির সবায়,
কত মজা তাই ।
গরিব দুঃখি সবাই মিলে,
এক টেবিলে খাই...
হিংশা ভুলে ভালোবেসে,
প্রভুর নিশান পাই ।
আসলো কোরআন রামজানে,
যোবলে নুরে মানব কল্ল্যানে,
তার ই নুর ফোটিয়ে গেলো...
ভাই গো এই বিশ্ব গগনে ।
মিথ্যা ভুলো এই মাসে,
সত্য তুলো হাতে...
গুনার বুঝা ডেলেট করো,
এই  পবিত্র রামজানে ।
কেউ হাসে কেউ ভুকে থাকে,
কেউ কাদ্দে কেউ সুখে মরে,
জীবন চলে তার ই ফাকে...
প্রভু ক্ষমা করো তার ই মাঝে ।
দু হাত তুলে অশ্রু ঝড়ে...
কেদ্দে কেদ্দে তোমার দরবারে,
প্রভু রাখো তোমার ছায়ার নিছে,
গুনাহ গার আমি চাই ক্ষমা...
............শুধু তোমার কাছে ?
০২/০৭/২০১৪
মদিনা