তুমি যদি ক্ষমা করে দাও...
নেই কোন প্রতিবাদ,
তুমি প্রভু মহান...
তাই মোদের আশাবাদ ।
জেনে শুনে দেখে...
কত গেছি মোরা গুনাহর বাজার,
দুঃখে অশ্রু ঝড়ে কেদ্দে ফিরে...
আসি শুধু তোমার কাছে প্রতিবার ।
পাপ অবিশাপ দাও মোছে ফেলে,
নুরানি পথ দাও প্রভু মোরে খোলে,
শত আছে ভুল মোর তোমার কাছে,
তবু জানি করবে ক্ষমা তুমি দয়া ময়ে ।
হাত তুলে কেদ্দে কেদ্দে...
মহা মোনাজাতে বলি......
তোমার দেওয়া সব কিছু নিয়ে,
মোরা এই ভবে চলি ।
দান করো প্রতি দিন তুমি ই যাহা,
তাই ই রিযেক খেয়ে বাছি মোরা,
শুকুর তোমায় হে তুমি রাব্বানা...
চাই শুধু প্রভু তোমার পবিত্রতা ।
পাপি আমি চাই গো ক্ষমা...
বিচার দিনের আশা...
তোমার মায়ার লোকদের সাথে রেখো,
এই হে প্রভু মোর পত্তাশা ?
০৩/০৭/২০১৪
মদিনা