সকল পরে সকল আগে...
সকল ক্ষনে রয়...
সকল সবায় সবার সাথে...
রাখিও তুমি আমায় ।


ইচ্ছা জাগাও সকল আমার...
জাগাও সততা...
তার ই মাঝে রাখীয় মোরে...
হে মোর প্রভু বিধাতা ।


বেশি  আশা ধ্ব্ংশ করে...
চাই না তার চেয়ে বেশি কিছু...
চাই সমাজের সবার সাথে...
চলি সম্মান নিয়ে বন্ধু ।


সব পাবে না রতের গাড়ি...
তাই তো আমি জানি...
কিছু আশা থাকবে বাকি...
তার এই নিয়ম ই বিধি ।


ভুলের ক্ষমা চাই  হে প্রভু...
তোমার পবিত্র এই দিনে...
কছম তোমার শপত নিলাম...
রেখো তোমার দিনের মাঝে ।


যেথায় রাখবে তোমার প্রিয়দের কে...
যেতায় রাখিয় মোরে...
এই কামনা তোমার কাছে...
বিচার দিনের আগে ।
০৭/০৭/২০১৪
মদিনা