ঘড়ির কাটা টিক টিক করে...
চলছে অবিরাম...
তার মাঝে জীবন চলে...
আছে সুখ দুঃখের আরাম ।


দিন চলেছে দিনের পথে...
জীবন যাচ্ছে কমে...
তার মাঝে যে খেলে করে...
আদম সকল খানে ।


কেউ ভাবে না কমছে জীবন...
তার কি হিসাব আছে...
ডাকলে তোমায় সব পালিয়ে...
যেতে হবে তার ডাকে ।


হালের খাতা খোলবে যখন...
পাবে রিনের হসাব...
অশ্রু ঝোড়ে কাদ্দবে তখন...
নহিলে পাবে অবিশাপ ।


দেহের ভিতর ঘড়ি আছে...
হাত বাড়িয়ে ডাক্তার দেখে...
বেটারি তার কেমন চলে...
তার ঐ রিমোট প্রভুর কাছে ।


থাকতে  সময় দেহ ঘড়ির,
মিক্ষার দেখাও তাড়া তাড়ি...
না হয় হবে বিপদ গামি...
বানাও দেহ পূজির খনি ।
০৮/০৭/২০১৪
মদিনা