রাজনিতীতে লাগছে তালা...
...... কি করিবে তোরা সকল শালা...
দেশের কাদে এবার লাগছে কাটা...
...... আন্দোলনের নাই যে মাত্রা ।


ঘরে বাহিরে সব পাহাড়া...
ভয়ে আছে সবে হাতে লাগবে কড়া...
সব শিয়ালে দল বেদেছে...
......ছাগল নিবে তারা ।


হায়রে রাজা তোমার নিতী
......কবে আল্লাহ করবে ইতি,
মোগের মুলোক করল ভগভতি...
......সব নিয়ে চায়, আর কে বাকি।


কেড়ে নিয়ে সব অধিকার...
বলছে মোরা নিরঅপরাদ...
সংবাদ পত্রে টক সু আবার...
বল, চায় না কেন ও আর ।


তাল গাছ রেখে বিচার কর...
......সোনার হরিন মোর...
তার বাহিরে সব ই ওর...
......উন্নয়নের জোয়ার ।


হা হার মাঝে সবাই আছে...
......নতুন পিরের আগমনে,
দেশের সবাই, নাই বা সুখে মর,
সবাই এসে আমার লেজে ধর ।
০৮/০৮০/২০১৪
মদিনা