অভিশাপ
কবি আব্দুস সালাম মিয়াজী  ।


তোমাদের অভিশাপ হে, বলে যারা দেশের প্রেমিক...
তোমাদের অভিশাপ হে,যারা এখন দেশের মালিক ।


১৬ কোটি প্রানের ক্পাল নিয়ে,যারা করে খেলা...
ইতিহাসে নাম থাকবে লেখা,মোরা করবো না ক্ষমা ।


সুশাসনের কথা বলে, নেয় মোদের অধিকার কেড়ে...
বন্দুক ধরে যদি কেউ তার বিচারের সত্য কথা বলে ।


কত গেলো প্রান,মায়ের অশ্রু দান,নাহি বা প্রমান...
কে করিবে দান,গেলো কত প্রান, ঐ শহিদদের  সম্মান ।


মা কেদ্দেছে ঐ বিদির কাছে,স্বামি হারা বউ অশ্রু বুকে ভেসে...
বিচার চেয়ে  ওরা পায় না বিচার,হাকিম নিজে উল্লাশে হাসে ।


ওদের কে বলিবে ধর,সততার বর,যত আছো সব তোরা মর...
মোসলিম মোরা দিয়েছি নালিশ,প্রভুর কাছে করবে সে বিচার ।


২৪/০৮/২০১৪ ইং
মদিনা