সময়ের দাবি, আপনে ছাড়তে হবে গদি...
                       না হয় যাও, ঐ তোমার সম্মান নিয়ে মরি ।


                 কত বার, আসবে এ দেশে, বাচার লড়াই...
                   ৪৭ থেকে ৫২, তার পর ৭১, মোরা হারি নাই ।


               মোরা অস্ত্র ধরে, রক্ত দিয়ে, স্বাধীন করি দেশ...
               লোটবে তোরা, দেখবো মোরা, তাই তো বলি বেশ ।


               দেশের মালিক জনগন, ওরা নাম বেছিয়ে খায়...
                  মানুষ খোজে অধিকার, ওরা নিত্য রক্ত খেয়ে যায় ।


            দেশের কাজকে ওরা, ভাগ করে দে, মামু ভাগনার নামে,
           একলা চলার পথ ধরেছে,চায় ক্ষমতা রাখতে একটি হাতে ।


         তোরা কে কি বলবে বল, শক্তি আমার,এসে আমার পথে চল,
           না হয় করবো  বিকল,মেনে নাও সব তোমরা,আমার রুল ।


         ধরে ধরে নিবো,অন্ধকারে জ্বালাবো,দেখাবো না আলোর মুখ,
        ধ্বংস করবো তদের,দেখাবো না পথ, দিবোনা কোন দিন সুখ ।


       আমার শিকল হারা,বুকের বেদনার যন্ত্রণায় আজ ও চলি পথে,
  এই সুখ আমি জ্বালিয়ে দিবো,বাংলার ১৬ কোটি মানুষের মনে ।


আব্দুস সালাম মিয়াজী ।
২৫/০৮/২০১৫
মদিনা