প্রেম নয় ভালোবাসা
                       কবি আব্দুস সালাম মিয়াজী ।


            আমি ভালোবাসা দিতে এসে প্রেম নিবো কেন ও,
                           ভালোবাসা প্রেম নয় সে কি তুমি জান ও ।


                   প্রেমের সব  বাজারে এখন লেগেছে আগুন,
                         ছেলে না কি প্রেম চায় মেয়ের চেয়ে দ্বিগুন ।


           নাই নাই নাই এখন প্রেম গেছে মরে,
                     প্রেমের নামে ধ্বংস সমাজ আগুন লেগে ।


             অনলাইনে গেছে চলে এখন প্রেম নিবেদন,
                    খোলা মেলা সব চলে বাধার নেই কোন জন ।


             হায় হ্যালো বলে সব চ্যাট করে শুরু,
                    তার মাঝে যায় ডুবে হায় ভব গুরু ।


              প্রেমের কারন ধ্বংস জীবন কত অপমান,
                         কেউ পায় কেউ নাই, কি সমান সমান ।


               ফুল দিতে গিয়ে, সে মালা দিলো ফরে,
                       প্রেম নয় ভালোবাসা জেনে রাখো মনে ।


                 কত প্রেম সিক্ত, যায় ছুটে নিত্য,
                     হয় কত গল্প,থাকে না কোন ভক্ত ।


               হায় প্রেম কি মজা বিয়ের আগে,
                   তার পর ঝ্গড়া হয় প্রেম ময় ঘরে ।


                   অভিশাপ প্রেম বিয়ের আগে,
                      বিয়ে করে প্রেম করো বউয়ের সাথে ।


                 নিরাপদে থাকো ভাই, প্রেম নয় জীবন,
                     সমাজ রক্ষা করি এসহ হে সব নবিন ।
২৬।০৮।২০১৪
মদিনা