তুই কি আমার, আমি হবে......
যাত্রা পথের সাথি হবে...
সকাল বেলার পাখি হবে...
না কি অন্ধকারে আলো হবে ।


আমার হাতে হাত মিলাবে...
লাল শাড়িতে বউ সাজিবে...
কি আমার সাথে শপত নিবে...
সাথি হয়ে এসে পাশে  দাঁড়াবে ।


কপালের টিপ চোখের কাজল...
দিব ধরে খোপায়, গোলাপ ফুল...
হাতে ধরে পথে আড্ডায় মেতে...
দেখও কখনও যেনও না হয় ভুল ।


যদি ভালো লাগে বেশি...
দিব মন আমি তার চেয়ে বেশি...
ছিড়বে না বাধন,বলবো না আসি...
শুধু আমি তোমায়, বলবো ভালবাসি ।


তুমি যদি দাও খোলে মন...
পাবে তার চেয়ে বেশি কিছু ক্ষন...
হবো দুজনের জীবন মিলিয়ে আপন...
আসবে মোদের নতুন ঘরে আলোর কিরন ।


যদি যায় পথে পড়ে, আপন নিশান...
হতে হবে জানও কত অপমান...
তোমার আছি,আমার আছো এই দুই সমান...
যার যার পথে রাখিও  ধরে দুজনের সম্মান ।