আমি কবিতার মাঝে খোজেছি তোমায়,
ঐ নিল আকাশের নিছে সকল বেলায় ।
দিগন্ত হয় নাই শেষ, ভোর খোজে বেড়ায়,
ফুল দিতে আসি, দিবার নিশি মনের তাড়ায় ।
গান গাই তার, নাম ধরে যাই সুরের মাঝে,
কবে দিবে হাসি,গান শুনে বাশির সুরের তালে ।
মাঝে মাঝে ভাবি,যদি দেয় আমার ফাকি,
তিলে যদি তেল হয়, হবে তার প্রেমের রাশি ।
নিল বনে প্রেম খোজে, কথর হয়েছে পগেট খালি,
গেছে কত প্রান, হল বলি দান, প্রেমের বিষ খেয়ে গুলি ।
অল্পতে দেখে,জানা নেই কবে,যায় প্রেমে লোটে,
জীবনের শেষ ডায়েরীর পাতায়,লেখে নিরব চলে ।