আমি হাজার মাইল দুর থেকে তোমায় ভাবি...
ও আমার বাংলা মা গো  তুমি.....................
তোমার চরণ দুলা ও মাটি কত যে ভালবাসি ?


আমি প্রবাসে কাদি পাইনি তোমার মায়া মমতায় মরি...
অশ্রু শুধু এই বুকে ঝরি..............................
চাই মা গো শুধু তোমার মায়া ভরা মুখের মধুর হাসি ?


ঐ দুর প্রবাসের মরুর মাটিতে ঘাম ভরা শরীরে কাজ করি মোরা...
আমরা তোমার সোনার ছেলেরা.....................
যারা খায় তোমায় লোটে অভিশাপ বটে মোরা করবো না ক্ষমা ?


লুটে পুটে খায় তাদের লজ্জা কি নাই ওরা ছোট লোক শালা...
যা যা সব তোরা ছেড়ে দিয়ে পালা....................................
জনতার আদালতে করবো বিচার ভয় নাই মোদের জয় বাংলা ?


ওরা তোমার বুক ছিড়ে খায় হারাম ছেলে ভালোবাসে না তোমায়...
তোমার বুকে ঘুম পাড়াবে  না ওদের  কঠিন  সময়....................
আমি ভালবাসি তোমায় মা গো, চির কাল আল্লাহ তোমার সহায় ?


তুমি যোগ যোগ ধরে পাবে আমার মত হাজার সোনার ছেলে........
করবে প্রতিবাদ নিবে অধিকার ধরবে কলম অস্ত্র........................
মানুষ পাবে তাদের  মোলিক অধিকার  বিচার  সুখের বস্ত্র ?