যে দিন থেমে যাবে বাতাস,
আসবে চলে অন্ধকার
শুরু হবে বিচার
এটা ই সত্য মহার ।


বিকল্প নাই সে ই কারিঘার
হবে ই তার সত্যের বিজয়
যে বা নাহি মানে তারে
যাও চলে তার জগত ছেড়ে ।


দেখিস না কি তোরা
এই আকাশ টা খাম্বা ছাড়া
সাগরের জল ভাগ করা
দিন রাতের সময় সমান ধারা ।


সব গুলা প্রানের মুখের আধার
সে দেয় রিজেক খোড়াক
সেই ত মহান
রাব্বুল আলামিন ।