জীবনের শেষ, ডায়েরীর পাতা শূন্য রয়ে গেলো,
মিলছে না হিসাব,বখেয়া রিণ তার কি হবে বলো ।
বলিতে চাহিয়া,মুখে ফুটলো না কথা হায়রে তরুন,
কত ছিল পলোয়ান বড়াই একি তোর মূর্খ কর্মের করুন ।
ভাবিছনি যুবক ভরা যোবনে,লূটিয়ে ক্ষয় দেহ তোর মন,
অবাদে হারালে,ইচ্ছা বিলিন ক্ষয় ছিল তোর নিত্য দিন ।
হারিয়ে খোজিয়ে স্বাদ জয় প্রান আছে দেহে তবু প্রান হিন,
সাধনার নিড় লজ্জা শরম, সত্যের উপর নাহি ভয় গুঞ্জন ।