নবীন যখন প্রবীন হইবে,
বুঝবে সে দিন ব্যাথা...
সময় গিয়ে দিনের শেষে...
দেখবে খালি জীবিনের ই খাতা ।
নাইরে শাক্তি চোখে অশ্রু ভরা,
কল্পনা সেই ছোট বেলা...
আহা ঝাড়ি কান্না কাটি...
এইত শুধু শেষ জীবনের মালা ।
ভাই বন্ধু ছেলে মেয়েরা,
খবর কি আর নেয় যে ওরা...
বউ কি বখে, কয় ঝামেলা...
বুড়ার ঘরে মারবে তালা ।
মায়ায় ভরা এই সংসারে,
বাছিয়ে রাখার পালা......
যার যার সময় তার তার খেলা...
বুঝে ডায়েরীর হিসাব আগে মিলা ।