জীবন কে জীবন দিয়ে, ভালবেসে ভাই,
কি যে পেলাম সব শেষে, দুঃখের শেষ নাই ।
ওরে কেন ভালোবেসে তরুন মনে, আঘাতের ছিন্য,
ব্যাথায় যন্ত্রণায় অশ্রু টুকুর দামে, পাইনি কোন ভিন্ন্য ।
প্রতিবাদি হয়ে প্রেমের মূল্য, পেয়েছি শুধু সুখের শূন্য,
কষ্ট গুলা থাক,দেখেছি তার মনের মাঝে জীবের অন্য ।
ভালোবাসা মাফার থ্যারমূ মিটার, নেই কেনও প্রিয়,
বুখ খোলে আঘাতের ছিন্য মিলছে ওর নামে বলে দিয় ।
তোক্কু বলে মাঝ পথে মোরে,অপেক্ষার সাড়া না দিয়ে চলে,
তাই যদি হয় বিবেকের বিচার,হাসি মুখে বিদায় নিলে না কেন বলে ।
নয়নে অন্তরে অসিম প্রেমের ঝড়ে, দিবা থেকে দিবা অনন্ন্যের সুখে,
তোমার মাঝে আমার স্বাধ ইচ্ছা কল্পনা সুখ দুঃখ আছে সব মিলে ।
বিদির পাল্লা ভালোবাসায় ভরে,প্রভূ ও চায় মানুষের ভালবাসা নিতে,
ভালবাসা প্রেম নয়,প্রেম অসিম কেউ ধরে রাখে কেউ যায় তাথে নিবে ।