হাজার দুরে হাজার পথে,
হাজার ও গান গাই......
স্বপ্ন দেখে আশার ঘরে,
আলোর বাতি জ্বালাই ।


রোজ খবরে প্রেমের আহা ঝাড়ি,
ভালোবাসার গালায় দড়ি......
অস্ত্রের মহাড়া বমাবাজী,
নাই সমাজে সুখ শান্তি ।


সুখের জন্য দুর প্রবাসে,
বাংলা মায়ের লক্ষ ছেলে...
কাজ না পেয়ে পথে কাদ্দে,
লক্ষ আশা মিশে যায় মাটিতে ।


কেউ বুঝে না কার ও ব্যাথা,
বিপদে যে মোদের পিতা মাতা...
কটিন সময় সর্ব কর্ম হারা,
গেছে উটে শরম লজ্জা ।


ভেঙ্গেছে মাথা উন্নত শিক্ষা
হাতের মুটায় বিশ্ব টা সারা...
তাই ভেবে সব কাটে যায় বেলা,
নিষেধ মানে না ঐ যুবক যুবতিরা ।


আকাশ খোলা নিত্য চাহিদা,
কল্পনার জগতে ন্যায় মিথ্যা...
সুন্দরে লেগেছে আজ সব কালা,
সময় টা এখন নয়রে ভাই ভালা ।
২৫।১১।২০১৪
মদিনা